জ.ই. বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের প্রতিটি জেলায় নদীভাঙ্গন মোকাবেলায় কাজ করছি। ভাঙ্গনের কড়াল গ্রাস থেকে গ্রামগুলো রক্ষায় এবং ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ কষ্ট লাঘবে এই এলাকার ৫টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্প গুলোর বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,দেশকে অস্থিতিশীল করতে একটি মহল যারা দেশকে ভালবাসে না তারা দেশ বিদেশে গভীর ষড়যন্ত্র করছে, কোন গুজবে কান দিবেন না। সাংবাদিকদের আরেক প্রশ্নে প্রিয়া সাহার দেশবিরোধী বক্তব্যে মন্ত্রীর প্রতিক্রিয়া ও সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এ প্রশ্নটি এড়িয়ে গিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
রবিবার উপজেলার নদীভাঙ্গন বাইশমোজা এলাকার দাসকান্দি, নজরদৌলত, কেদার খোলা, উপজেলা পশ্চিমাঞ্চলের চরলাপাং, সাহেবনগর, মানিকনগর, বড়িকান্দি, সোনাবালুয়া, নুরজাহানপুর, মুক্তারামপুর ও ধরাভাঙ্গা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে চরলাপাং নদীর পাড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী নদীর বিভিন্নপাড়ে দাঁড়ানো হাজার হাজার ভাঙ্গনকবলিত মানুষের সাথে কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এ সময় স্থানীয় দলীয় নেতা, মোহাম্মদ নাছির উদ্দিন, নজরুল ইসলাম নজু, মুক্তার হোসেন, সামস্ আলম, স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী সফরসঙ্গী ছিলেন।