মানিকগঞ্জে গুজব প্রতিরোধে আনসার ভিডিপির সমাবেশ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাথা কাটার গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার দুপুরে জেলা আনসার ও ভিডিপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান পিএএম।

এসময় অনন্যের মাঝে আনসার ভিডিপির সদর উপজেলা প্রশিক্ষক মো: মহিদুর রহমান চৌধুরী, মমতাজ বেগম, সাটুরিয়া উপজেলা প্রশিক্ষক প্রানতোষ ঘোষ, ফিরোজা আফরোজ, প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় আনসার ভিডিপির বিভিন্ন বিভাগের প্রায় অর্ধসহস্র প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা কে ক্ষতিগ্রস্ত করতে গুজব ছড়িয়ে নির্বিচারে গণপিটুনিতে নিরপরাধ মানুষের প্রাণহানি হচ্ছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে সৌপর্দ করতে হবে অথবা ৯৯৯ এ কল করে জানাতে হবে।

Print Friendly

Related Posts