মানিকগঞ্জে মশক নিধনে ছাত্রলীগ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও বিভিন্ন ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত রাখতে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সরকারি দেবেন্দ্র কলেজ, মডেল হাইস্কুল, জেনিথ স্কুলসহ আশেপাশের বিভিন্ন পৌর এলাকায় মশক নিধনে স্প্রে করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম সানভি, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ,পৌর ছাত্রলীগের শাহিনুর ইসলাম, ফেরদৌস খান অনি, আশিক,বিকাশ, অনি, মনির, রাকিব, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের তানজীর,কানন,কাইয়ুম, রাতিম,ফয়সাল, সিফাত,রাহাত, রিয়াজ,আগুন, সজিব,রবিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর অনুপ্রেরনায় এ কর্মসূচি হাতে নিয়েছি। সারাদেশে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাতে আমরা সবাই চিন্তিত। অনেকে এ রোগে মারাও যাচ্ছে।

এছাড়া মানিকগঞ্জেও এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অন্তত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন ও কোমলমতি শিক্ষার্থীরা যাতে এ রোগের বাহক ডেঙ্গু মশা থেকে যেন দূরে থাকতে পারে সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, মানিকগঞ্জ সদর হাসপাতালে ২৫ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রবিবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ জন থাকলেও সোমবার সকাল পর্যন্ত আরো ৯ জন বেড়েছে।

Print Friendly

Related Posts