পবিপ্রবিতে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

বাংলাদশ এনজিও ফাউন্ডেশনের সহযাগিতায় এবং পল্লী সেবা সংঘের ব্যবস্হাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় দুমকি উপজলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসবে উপস্হিত ছিলেন প্রা-ভাইস চ্যান্সলর প্রফেসর মোহাম্মদ আলী।

আরো উপস্হিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো গোলাম রব্বানী আকন্দ, বিএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ লোকমান আলী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির । বিশ্ববিদ্যালয়র বিভিন্ন অনুষদের মোট ৩৭জন শিক্ষার্থীকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts