রিপন শান: আগস্ট শোকের মাস, কাঁদো বাঙালী কাঁদো- বছর ঘুরে আবার এসেছে কান্নার দিন, শোকের মাস আগস্ট । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ষোল স্বজন হারানোর বেদনাবিধুর রক্তাক্ত ১৫ আগস্ট । দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় ও শোকসংবেদনে উদযাপন করার লক্ষ্যে আগস্ট ২০১৯ এর প্রথম দিনেই প্রস্তুতি সভা করেছে লালমোহন উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি হাবিবুল হাসান রুমির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ও লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সহ-সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী আলী রেজা রাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ আয়ুব আলী, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাব সভাপতি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও লালমোহন হামীম একাডেমির শিক্ষক প্রতিনিধি সাংবাদিক মোঃ জসিম জনি প্রমুখ ।
সভায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি- আসন্ন জাতীয় শোকদিবসের সকল কর্মসূচিতে লালমোহন উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক কর্মীদেরকে যারপরনাই শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে অংশগ্রহণ করবার আহবান জানান।