ধামরাই উপজেলা চত্বরে পাবলিক লাইব্রেরীর বারান্দায় ভিক্ষুকের মরদেহ

রাসেল হোসেন, ধামরাই: ধামরাই উপজেলা চত্বরের পাবলিক লাইব্রেরীর বারান্দা থেকে ৭০ বছর বয়সী এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা গেছে। ওই ভিক্ষুকের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলা চত্বরের ধামরাই পাবলিক লাইব্রেরীর বারান্দা থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ দিনের বেলা ধামরাই পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ভিক্ষাবৃত্তি করে রাতে পাবলিক লাইব্রেরীর বারান্দায় ঘুমাতেন। প্রতিদিনের মতো গেল রাতে সে ভিক্ষাবৃত্তি শেষে রাতে ঘুমিয়ে পড়লে সকালে স্থানীয়রা তাকে বারান্দার মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, আমাদের প্রাথমিকভাবে ধারণা, ওই বৃদ্ধ হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

Related Posts