১৫ দিনের প্রশিক্ষণ সফরে থাইল্যান্ড যাচ্ছেন শিক্ষক হোসনে আরা নাহার

রিপন শান, লালমোহন (ভোলা): ১৫ দিনের আইসিটি প্রশিক্ষণে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড যাচ্ছেন লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামখ্যাত শিক্ষক হোসনে আরা নাহার ।

নতুনদিনের শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির সুশিক্ষাদানের মাধ্যমে আগামির যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবার মহতী স্বপ্ন নিয়ে ১৮ আগস্ট বাংলাদেশ ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছেন লালমোহনের এই শিক্ষক। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের রত্নপ্রদীপ হোসনে আরা নাহার।

তিনি বর্তমানে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হোসেনে আরা নাহার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, সপ্তাহের সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, আইসিটিফোরই এম্বাসেডর । বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে আইসিডিসি-এ বৈদেশিক প্রশিক্ষণে একমাত্র তিনিই এবার ভোলা জেলার মধ্যে নির্বাচিত হয়ে ১৫ দিনের সফরে থাইল্যান্ডে যাচ্ছেন।

বাংলাদেশ সেসিপ প্রকল্প থেকে ২৭ জন আইসিটি শিক্ষক বাছাইর মাধ্যমে ভোলা জেলা থেকে একমাত্র তিনিই নির্বাচিত হয়েছেন।

হোসেনে আরা নাহারের দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড অভিযাত্রায় অভিনন্দন জানিয়েছেন- বন্ধুসংগঠন নেক্সাস ৯৩ সভাপতি প্রভাষক কবি রিপন শান, সহ-সভাপতি একেএম মামুনুর রশিদ ও মোসলেউদ্দিন রিফাত, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফুল জুমলাত উজ্জ্বল , প্রভাষক কামরুল হোসেন সোহাগ, অর্থ সম্পাদক লিটন কুমার রায়, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান রতন, আইসিটি সম্পাদক নাজমুল হোসেন নাজু, স্হায়ী সদস্য মেহেদী হাসান, মাকসুদ তালুকদার, রায়হান হোসেন জিল্লু, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন মিডিয়া ক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার প্রমুখ ।

Print Friendly, PDF & Email

Related Posts