বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গত এক দশকে প্রথমবার হার দিয়ে স্প্যানিশ লিগে অভিযান শুরু বার্সেলোনার। অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ০-১ গোলে হেরে চলতি মরশুমে লা-লিগা অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কাফ মাসলে চোটের কারণে মেসিকে ছাড়াই শনিবার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। আপফ্রন্টে সুয়ারেজও প্রথমার্ধে এদিন চোট পেয়ে বেরিয়ে গেলেন মাঠের বাইরে। লোনে একবছরের জন্য বায়ার্নে যোগ দিচ্ছেন, তাই একাদশে ছিলেন না ফিলিপ কুটিনহো। সারা ম্যাচে সেই অভাব পূরণ করতে ব্যর্থ দলের বাকি ফুটবলাররা।
নতুন ক্লাবের হয়ে প্রতিযোগীতামূলক প্রথম ম্যাচে নিষ্প্রভই রইলেন আঁতোয়া গ্রিজম্যান। ১২০ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কাতালান ক্লাবে পাড়ি দিয়ে অভিষেক ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্সের ছাপ রাখতে ব্যর্থ ফরাসি স্ট্রাইকার। ম্যাচের অন্তিম মিনিটে হেডারে গোলের একটিমাত্র সুযোগ ছাড়া গোটা ম্যাচে গ্রিজম্যানকে নিয়ে বাক্য খরচ করার মত কিছুই নেই।
ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার জানান, ‘চেষ্টা করেও বল তিনকাঠিতে প্রবেশ করেনি। যা ম্যাচ শেষে পার্থক্য গড়ে দিল। আমাদের আরও পরিশ্রম করতে হবে দ্রুত ফিরে আসার জন্য।’ গ্রিজম্যানের পাশাপাশি বার্সেলোনার হয়ে এদিন প্রতিযোগীতামূলক ম্যাচে অভিষেক ঘটে আয়াক্স থেকে যোগ দেওয়া তরুণ ফ্রেঙ্কি ডে জং’য়ের। শুরু থেকে অবশ্য ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক সুযোগ এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।
কিন্তু বারদু’য়েক পোস্ট অন্তরায় হয়ে দাঁড়ায়। চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে সুয়ারেজের একটি প্রচেষ্টাও যার মধ্যে ছিল।