জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে ফলদ বৃক্ষ মেলা ২০১৯ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
মেলায় মোট ১২ টি স্টল অংশ গ্রহণ করে। স্টলগুলোতে আম, পেয়ারা, মাল্টা, কমলা, জামবুরা, আমলকি, লেবু, তেতুল’সহ দেশী বিদেশি বহু প্রজাতির চারা উঠেছে। শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। তবে বেচা-বিক্রি ভাল বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলার সময় বাড়াতে পারে উপজেলা প্রশাসন।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষিবিদ পাভেল খান পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার’সহ কৃষি কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে পরিদর্শন করেন ও পরে উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।