বাল্যবিবাহ ঠেকানোয় উপজেলা পরিষদের সদস্য নিরাপত্তাহীনতায়

গোপালগঞ্জ প্রতিনিধি: ১২ বছর বয়সের আদুরি আক্তারের বাল্যবিবাহ বন্ধ করে নিরাপত্তাহীনতায় ভূগছেন মুকসুদপুর উপজেলা পরিষদের সদস্য বিলকিচ বেগম ও তার পরিবার। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, গত ১৬ আগস্ট শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের বাবুল ফকিরের মেয়ে আদুরি আক্তার (১২) এর সাথে উপজেলার গাড়লগাতি গ্রামের সাজ্জাদ শেখ (২০) এর সাথে বাল্যবিবাহর আয়োজন করা হয়।

জানা যায়, জাতীয় সেবা ৩৩৩ নম্বরে কল করে প্রশাসনের সহযোগিতায় উক্ত বাল্যবিবাহটি বন্ধ করতে সমর্থ হন মুকসুদপুর উপজেলা পরিষদের সদস্য বিলকিচ বেগম।

বাল্যবিবাহটিতে সফল হতে না পেরে মেয়ের দাদা আজিজুল ফকির ও বাবা বাবুল ফকির ক্ষুব্ধ হয়ে দলবলসহ গিয়ে গত ২৪ আগস্ট মুকসুদপুর উপজেলা পরিষদের সদস্য বিলকিচ বেগম ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয়।

বিলকিচ বেগম জানান, দেশের আইন বিরোধী এ বাল্যবিবাহটি বন্ধ করে আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts