জাতীয় শোক দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাাম্মাদ কামরুল ইসলামের উপস্থাপনায় এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামানের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফসর ড. মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রা ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,  যুগ্ন সাধারণ সম্পাদক নাইমুর রহমান সবুজ, জাকারিয়া আরফিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আহমেদ জুয়েল, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, কর্মচারি পরিষদের সভাপতি শাহাদাৎ হোসেন পিয়েল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানা হিমেল।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে জানা শীর্ষক রচনা ও কুইজ প্রতিযাগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ।

Print Friendly

Related Posts