মেসিকে নকল করেই গ্রিজম্যান হিরো

বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ গ্রিজম্যানকে দলে টেনেছে বার্সেলোনা। কিন্তু কাতালান জার্সিতে কেমন জানি অচেনাই লাগছিল তাকে। প্রাক-মৌসুম থেকে শুরু করে ওপেনিং লিগ ম্যাচ, কোথাও দাগ কাটতে পারছিলেন না গ্রিজ। অবশেষে গ্রিজম্যানে আলোকিত হল ‘ন্যু ক্যাম্প’।

বার্সার ঘরের মাঠের অভিষেকটা জোড়া গোলেই হয়েছে গ্রিজম্যানের। রিয়াল বেটিসের বিপক্ষে একটি অ্যাসিস্টসহ দলের পাঁচ গোলের দুটিই আসে তার পা থেকে। এরমধ্যে তার একটি গোল ছিল চোখ ধাঁধানো। বিশেষত দ্বিতীয় গোলটি, যেটি স্মরণীয় হয়ে থাকবে অনেকদিন। ডি-বক্সের ভেতরে ঢুকে কার্লিং ফিনিশিংয়ে (উল্টো দিক থেকে বাঁকানো শট) যে গোলটি করেন, সেটা প্রায় লিওনেল মেসিকে স্মরণ করিয়ে দেয়।

গোল যেমন দেখতে মেসির গোলের মতো, তেমনি গোলের তালিমটাও মেসির কাছ থেকেই নেয়া। ম্যাচ শেষে সেটা অকপটে স্বীকার করেছেন গ্রিজম্যান। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার কথায়, ‘হ্যাঁ, আমি অনুশীলনে মেসিকে এমনটা করতে দেখেছি, আমি তাকে কপি করেছি।’

মেসিকে নকল করে করা গোলই ‘ন্যু ক্যাম্পে’ হিরো বানিয়েছে গ্রিজম্যানকে। তিনি যখন ওই গোল করেন সেটা দেখে সন্তানসহ গ্যালারিতে থাকা মেসি-সুয়ারেজ বেশ হাসছিলেন।

লিগের প্রথম ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের কাছে হারের পর এই জয়টা খুবই দরকার ছিল বার্সার। সেইসঙ্গে গ্রিজম্যানেরও নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ছিল। গ্রিজু বলেছেন, ‘প্রথম ম্যাচে হারের পর অনেক কথা শুনতে হয়েছে। তাই সেখান থেকে বের হতে সপ্তাহজুড়ে আমাদের অনেক কাজ করতে হয়েছে। প্রথমে গোল খাওয়ার পর আমরা জেগে উঠি এবং শেষ পর্যন্ত ভালো খেলি। প্রচুর সুযোগ তৈরি করেছি এবং কাজেও লাগাতে পেরেছি। আমরা নিজেরা জয়টা উপভোগ করেছি এবং আশা করি এটা সবসময়ই টিকে থাকবে।’

দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় মেসি, সুয়ারেজ ও উসমান ডেম্বেলেকে ছাড়াই দাপুটে জয়টি পায় বার্সেলোনা।

অ্যাটলেটিকোর সাবেক তারকা এই বিষয়ে বলেন, ‘শেষ অবধি, যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা না থাকেন, তখন দলকে একটা পদক্ষেপ নিতে হবে এবং আজকের (রোববার) দিনটি এরকম হয়েছিল। আমি একা এটি করতে পারি না, যদি আমি স্কোর করি বা সহায়তা করি তবে সেটা আমার সতীর্থদের জন্য পারি, তাদের এজন্য ধন্যবাদ দিতে হবে। কারণ আমরা একটি দল হিসেবেই খেলেছি।’

লিগে বার্সেলোনার পরের ম্যাচ আগামী শনিবার, সেখানে প্রতিপক্ষ রেলিগেশন কাটিয়ে ফেরা ওসাসুনা। ওই ম্যাচে মেসির চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে। তাতে প্রথমবার মাঠে জুটি গড়তে দেখা যাবে মেসি-গ্রিজম্যানকে।

Print Friendly

Related Posts