ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় এসডিজি বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষে সুশীল সমাজের প্রতিনিধি ও সিবিও নেতাদের সমন্বয়ে জেলা নেটওয়ার্ক গঠন করা হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ও সিপিডি’র সহায়তায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের আওতায় সহযোগী সংগঠন জাগোনারী’র উদ্যোগে এ নেটওয়ার্ক গঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা জাগোনারী¬পাঠশালা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত ৫৫ সদস্যবিশিষ্ট নেটওয়ার্কে মোঃ হাসানুর রহমান ঝন্টু সভাপতি ও হেমায়েত উদ্দিন বিশ্বাসকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রকল্প বিষয়ক উপস্থাপনা, এসডিজি অর্জণে স্থানীয় জনসম্পৃক্ত প্রতিষ্ঠান ও জেলা নেটওয়ার্কের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।