বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ ও আফগানিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে শুভ সূচনা এনে দেওয়ার পর অর্ধশতকের মুখ দেখেছেন দুই ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান। বিসিবি একাদশের বিপক্ষে দুই আফগান ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
২৬ ওভারে ৭৭ রান তুলে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গিয়েছিল আফগানিস্তান। যে গতিতে প্রথম সেশন শেষ করেছিল ঠিক একই গতিতে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছে সফরকারীরা। স্বাগতিক বোলারদের উপর আধিপত্য বিস্তার করে এগিয়ে যাচ্ছেন তারা।
দাপুটে ব্যাটিংয়ে ইব্রাহিমের পর অর্ধশতক পূর্ণ করেছেন ইহসানউল্লাহও। এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ১২০ রান। ইব্রাহিম ৫৪ ও ইহসানউল্লাহ ব্যাট করছেন ৫২ রান নিয়ে।
উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচের জন্য অভিজ্ঞ আর নতুনদের মিশেলে বিসিবি একাদশ সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কাঁধে।