রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটের আসামিরা

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামী করে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় বরগুনা সদর থানার অভিযোগপত্র ২৮০(১) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

চার্জশিটে উল্লেখিত আসামিরা হলেন ০১। মো: রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩) ০২। আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১) ০৩। মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯) ০৪। রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ০৫। মো: হাসান (১৯) ০৬। মো: মুসা (২২) ০৭। আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) ০৮। রাফিউল ইসলাম রাব্বি (২০) ০৯। মো: সাগর (১৯) ১০। কামরুল হাসান সাইমুন (২১)

শিশু অপরাধী-
০১। মো: রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭) ০২। মো: রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫) ০৩। মো: আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬) ০৪। মো: ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬) ০৫। জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭) ০৬। মো: নাইম (১৭) ০৭। মো: তানভীর হোসেন (১৭) ০৮। মো: নাজমুল হাসান (১৪) ০৯। মো: রাকিবুল হাসান নিয়ামত (১৫) ১০। মো: সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭) ১১। মারুফ মল্লিক (১৭) ১২। প্রিন্স মোল্লা (১৫) ১৩। রাতুল শিকদার জয় (১৬) ১৪। মো: আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে মিন্নির কারামুক্তির অপেক্ষায় পরিবারসহ তার সস্বজনরা অধীর আগ্রহে প্রহর গুনছে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর মুঠো ফোনে জানান, হাই কোর্টে আপিল বিভাগ মিন্নির জামিন আদেশ বহাল রাখায় আমিসহ আমার পরিবার অত্যন্ত খুশী। মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। হয়ত আগামি দু’একদিনের মধ্যে মিন্নি মুক্তি পাবে।

এ ব্যাপারে মিন্নির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আমি আশা করছি ৩ সেপ্টেম্বর মিন্নি কারা মুক্তি পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনের বিরুদ্ধে ফুল বেঞ্চে আপিল করার সুযোগ আছে, তবে হাইকোর্ট বন্ধ থাকার কারনে তাও অক্টোবরের ১৫ তারিখের পরে।

Print Friendly

Related Posts