নিজেই সরে গেলেন মিতালি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ভারতের মহিলা দলের প্রথম টি-২০ অধিনায়ক ছিলেন তিনি।

২০০৬ সালে ইংল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি খেলে ভারত। মিতালি ভারতকে ৩২ টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন। যার মধ্যে ২০১২ (শ্রীলঙ্কা), ২০১৪ (বাংলাদেশ) এবং ২০১৬ (ভারত) সালের বিশ্বকাপও রয়েছে।

ভারতের হয়ে মিতালি ৮৯ টি টি ২০ ম্যাচ খেলেছেন। তাতে তাঁর সংগ্রহ ২,৩৬৪ রান। গড় ৩৭.৫২। শেষ বিশ্বকাপে (২০১৮) তিনি জাতীয় দলে থাকলেও অধিনায়ক ছিলেন না। তাঁর নিয়মিত দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্নও ওঠে বিভিন্ন মহলে।
২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিতালি।
২০১৮ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খরচ হয় প্রচুর কালি।
বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরের দলেও তাঁকে রাখা হয়নি। বোঝাই যাচ্ছিল ৩৭ ছুঁতে চলা মিতালিকে টি ২০-তে ভাবছে না দল। সেই ইঙ্গিত বুঝতে পেরে নিজেই সরে গেলেন মিতালি।

 

Print Friendly, PDF & Email

Related Posts