জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীকের উদ্যোগে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ও ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মডেল হাই স্কুলসহ বিভিন্ন স্কুলে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো: নরুল আমিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম সানভি, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, কলেজ ছাত্রলীগের রাতিম, কানন, জাফর, তানজির, জনি, আশরাফ, হৃদয়, সজিব, আগুন, পৌর ছাত্রলীগের শাহিনুর ইসলাম, অনি খান, মনির, বিকাশ, আশিক, রাকিব,অনি, কাইয়ুম উপস্থিত ছিলেন।
এ সময় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক বলেন, দিন দিন গাছপালা কমে যাওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বাড়ছে। এ জন্য সবার বেশি বেশি গাছ রোপন করা উচিত। তাই বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ভাইয়ের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়েছে। আগামী দিনেও ছাত্রলীগ সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকবে।