মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু-বিরোধী প্রচারণা চালিয়েছে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন। গত তিন দিন (শনি, রবি ও সোমবার) উপজেলার মাধবখালী, নিউমার্কেট, মহিষকাটা, ঝাটিবুনিয়া, ছৈলাবুনিয়া, সুবিধখালী, গোলখালী, দেউলী সুবিধখালী ইউনিয়ন পরিষদ, রানীপুর, সিংবাড়ী বাজার, সুলতানাবাদ, চালিতাবুনিয়া, করমালী ব্রীজ, কিসমতপুর, উত্তর কাকরাবুনিয়া, পোলের হাট বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার সম্বলিত লিফলেট বিতরণ করেছে ফাউন্ডেশনটি।
জনসাধারণকে সচেতন করতে সংগঠনটির এ ধরনের প্রচারণার প্রশংসা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।