রপ্তানি হচ্ছে ৫ মেট্রিক টন পাট পাতার চা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  চলতি অর্থবছরে বাংলাদেশ ৫ মেট্রিক টন পাট পাতা থেকে উৎপাদিত চা রপ্তানি করবে। ৯ সেপ্টেম্বর, ২০১৯ সংসদে সরকারি দলের সদস্য ফরিদুল হক খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা জানান।

মন্ত্রী জানান, গত অর্থবছরে বাংলাদেশ আড়াই মেট্রিকটন পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানে রপ্তানি করেছে। ওই দেশ থেকে আরো ৫ মেট্রিক টনের চাহিদা পাওয়া গেছে। চলতি অর্থবছরে ৫ মেট্রিক পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানে রপ্তানি করবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের সময়ে সরকারি কোন পাটকল বন্ধ হয়নি এবং বন্ধ করার কোন পরিকল্পনাও নেই। সরকারি পাটকলগুলোকে লাভজনক করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Print Friendly, PDF & Email

Related Posts