আই এ ই এ সম্মেলন: অস্ট্রিয়া পৌঁছেছেন মন্ত্রী ইয়াফেস ওসমান

সোহেল চৌধুরী, ভিয়েনা (অস্ট্রিয়া): ভিয়েনায় আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আই এ ই এ এর  সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আই এ ই এ এর সদস্য দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেবেন।

বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ইয়াফেস ওসমান ১৪ সেপ্টেম্বর (শনিবার) ভিয়েনায়  এসে পৌঁছেছেন।

প্রতিনিধি দলে আরও এসেছেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ডা. অধ্যাপক আফম রুহুল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়াম্যান দিলিপ কুমার সাহা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সৌকত আকবর, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নঈম চৌধুরী প্রমুখ।
viena-2

ভিয়েনা বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার রাহাত বিন জামান,  সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, অস্ট্রিয়া  আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির,  এম শওকত আলী, রুহি দাস সাহা, গাজী মোহাম্মদ এবং লুৎফুর রহমান সহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts