কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে গ্রামীণ বাজারের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ও দুমকির পিরতলা বাজার বণিক সমিতির আয়োজনে দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ড. এম এ মতিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাসুদ আল মামুন, ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, দুমকি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পিরতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। সভায় গ্রামীণ বাজারে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ব্যবহার উপস্থাপন করা হয়।