ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র শিক্ষা কার্যক্রম শুরু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের খ্যাতিমান কর্পোরেট প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ কর্তৃক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি এর অনুমোদিত ক্যাম্পাসে ৬৯ মহাখালী সি/এ ঢাকায় সরকার ও ইউজিসি’র অনুমোদনক্রমে তিনটি অনুষদের অধীনে চারটি বিভাগের আওতায় বিএ (অনার্স) ইন ইংলিশ, এম এ ইন ইংলিশ, বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চালু করেছে। উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বিশ্ববিদ্যালয়টি চলতি ফল সেমিস্টার ২০১৯ এ ভর্তি কার্যক্রম শুরু করেছে।

Print Friendly, PDF & Email

Related Posts