রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাইচাইল এলাকায় মসজিদে নামাজরত অবস্থায় মসজিদের ভিতর ঢুকে মুসল্লীদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এতে আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে বাইচাইল ঈদগাহ জামে মসজিদের মাঠে শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে।
ভূক্তভোগীরা জানান, রবিবার মাগরিবের নামাজের শেষ দিকে খোরশেদ আলমের ছেলে আহমদ আলী ও মুহাম্মদ আলী, গফুর মুন্সি, মাসুদ দেওয়ান, জয়নাল, মোতালেব সহ প্রায় ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তারা প্রধানমন্ত্রীর বকাছে এর সুষ্ঠু বিচার চেয়েছেন।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খোরশেদ ও মোতাহারসহ মোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।