দুমকিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: “আদর্শ উপজেলা গঠনে প্রাথমিক শিক্ষাই সোপান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় দুমকি উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিলাল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও দুমকি উপজেলা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দুমকি উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, শাহ আলম মাস্টার, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা কে এম শহীদুল ইসলাম খলিল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও মরিয়ম বেগম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন দেবীরচর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। মতবিনিময় সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।

Print Friendly

Related Posts