‘টেগর শান্তি পুরস্কার’ পেলেন শেখ হাসিনা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘টেগর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানীর হোটেল তাজমহলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

এর আগে অন্যান্যের মধ্যে বিশ্ব শান্তির অবিসংবাদী নেতা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও ভারতের প্রখ্যাত অর্থনীতিক অমর্ত্য সেনকে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মানে সম্মাননাপত্র পাঠ করা হয়। এতে বলা হয়, ‘এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য ‘টেগর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করে তাকে সম্মান জানাচ্ছে।’

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীকে উৎসর্গ করে বলেন, বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’

তথ্যসূত্র : বাসস

Print Friendly, PDF & Email

Related Posts