বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেফতার করে পল্লবী থানায় নেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তথ্যপ্রযুক্তি আইনে পল্লবী থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।
মেজর হাফিজের পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে।
তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমেদের আজকে (শনিবার) বরিশাল যাওয়ার কথা ছিল।
হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, শনিবার তাকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তিনি জানেন না।