দুমকির তিনটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে প্রায় ৭কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই আশ্রয়ন কেন্দ্রে গুলোর উদ্বোধন করেন।

উপকূলীয় ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ১৭-১৯ অর্থবছরে দুমকির চরগরবদী আব্দুল গনি সিকদার বালিকা আলিম মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আহম্মেদ হারুন কারিগরি এন্ড বিএম ইনস্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং মমতাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহজাহান আকন সেলিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুলতান আহমেদ হাওলাদার, মোঃ জাফর উল্লাহ, মোঃ আলমগীর সিকদার, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Print Friendly, PDF & Email

Related Posts