জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পদ্মা-যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলের প্রত্যেককে এক বছরে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন আটককৃতদের সাঁজা প্রদান করেন।
এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৬টি মাছ শিকারের ট্রলার, ১ লাখ মিটার কারেন্টজাল ও ২০ কেজি ইলিশ মাছ শব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে ইলিশ শিকারের সময় ১৫ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়। সকালে উপজেলা কার্যালয়ে আটককৃত ১৫ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সাজা দেন।
এছাড়া অভিযানে ৬টি মাছ শিকারের ট্রলার, ১ লাখ মিটার কারেন্টজাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।