জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: ‘সুস্থ্য মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই’ এই স্লোগানে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ডিম দিবস। সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অফিস প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। অনুষ্ঠানে শিবালয় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: ইনাম আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহবুবুল ইসলাম।
আলোচনা সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, উপ-পরিচালক পরিসংখ্যান ও তথ্য বিভাগ ওবায়দুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ মো: আশরাফুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সদর) ডা: আব্দুর রাজ্জাক, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সিংগাইর) মো: আব্দুল জলিল, ভেটেরিনারি সার্জন (সিংগাইর) ডা: মো: রেজাউল করিম, লেয়ার খামারী গৌতম সাহা, মো: তমিজ উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, একজন সুস্থ মানুষের প্রতি বছরে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। এ জেলায় গড়ে একজন মানুষের জন্য ১২৭টি ডিম উৎপাদন হচ্ছে যা জেলার চাহিদা মিটিয়ে বাইরে সরবরাহ হচ্ছে। ডিম খাওয়া নিয়ে আমাদের মধ্যে নানা কুসংস্কার আছে। ডিম খেলে শরীরের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই সুস্থ থাকতে হলে নিশ্চিত মনে আমাদের বেশি বেশি ডিম খাওয়া উচিৎ।