শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন পালিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ছিল গতকাল শুক্রবার।

শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক দোয়ার মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসপাতালের পরিচালক ও বিশিস্ট গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ প্রফেসর ডা: ফারুক আহমেদের সভাপতিত্বে দোয়ার মাহফিলে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন য্গ্মু পরিচালক ডা: গোলাম কিবরিয়া, ডা: তেীহিদুল করিম প্রমুখ।

srgih

দোয়ার মাহফিল ও আলোচনা শেষে পরিচালক প্রফেসর ডা: ফারুক আহমেদের নেতৃত্বে হাসপাতালে ডাক্তার-কর্মকর্তাগণ বনানীতে শেখ রাসেলের কবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।

 

বার্তা সূত্র : ডা. কে আই এ্যাপোলো

Print Friendly, PDF & Email

Related Posts