মানিকগঞ্জে রাস্তা দেবে যাওয়ায় চলাচল ব্যাহত

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় রাস্তার নিচের মাটি সরে গিয়ে হেলে পড়েছে। এক নং ওয়ার্ডের সেওতা ঈদগাহ মসজিদের ব্রীজের সামনের রাস্তাটির একাংশ খালে দেবে যাওয়ায় রাস্তাটি দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছেনা।

এতে করে এ রাস্তা দিয়ে চলাচলকারী সাধারন মানুষের ভোগান্তিতে পড়েছেন।

এ রাস্তাটি দিয়ে বান্দুটিয়া, সেওতা, পৌলী, বেউথাসহ আশোপাশের এলাকাতে সহজে চলাচল করা যায়। তবে রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন  ঘটায় সাধারন মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে।

প্রতিদিন এ রাস্তা দিয়ে মডেল হাইস্কুল, দিলারা রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এ রাস্তার পাশেই রয়েছে সেওতা ঈদগাহ মসজিদ,পলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়। ফলে মসজিদ আসা মুসল্লী ও পিবিআই অফিসে আসা লোকজনদের চলাচল ব্যাহত হচ্ছে।

এ এলাকার বসবাসকারী কাজী সাদ্দাম হোসনে বলেন, খালের পাশে এ রাস্তাটি হওয়ায় এ এলাকার সাধারন মানুষের চলাচল সহজ হয়েছিল। কিন্তু রাস্তাটির একাংশ দেবে যাওয়ায় এখন আর চলাচল করা যাচ্ছেনা। বিভিন্ন সময় মোটর সাইকেল আরোহী দূর্ঘটনার শিকার হোন। এছাড়া আশেপাশের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে এক নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল আজাদ বলেন, রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে এটি মেরামত করা হবে।

Print Friendly, PDF & Email

Related Posts