বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মা হলেন অভিনেত্রী রুমানা খান। মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে এক কন্যা-সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। বর্তমানে মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন বলে জানান রুমানার স্বামী এলান রহমান।
তিনি জানান, মা ও মেয়ে দুইজনই সুস্থ আছে। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। মেয়ের নাম আভাঙ্কা রহমান রাখা হয়েছে।
ক্যারিয়ারের শুরুতে অভিনেত্রী ও মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান রুমানা খান। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। চার বছরের সিনেমা ক্যারিয়ারে মোট ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন তিনি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন রুমানা খান।
পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন।