রাসেল হোসেন, ধামরাই: ঢাকা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান ।
শনিবার (২৬অক্টোবর) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে পুলিশ পরিদর্শক মাসুদুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
একই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার আহবান জানানো হয়।কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে এ সম্মাননা জানানো হয়।
এসময় ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম সেবা পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -২ আসনের সংসদ সদস্য এ্যাড.কামরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল তাহমিদুল ইসলাম।
তাকে এ সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আই.জি.পি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।