খান মাইনউদ্দিন, বরিশাল ব্যুরো: “পুলিশই জনতা জনতাই পুলিশ” “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” কমিউিনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে সমাবেশ, র্যালি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া (১( আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ বলেছেন, বাংলাদেশে যে নেতার জন্ম নাহলে এদেশ স্বাধীনতার আলো দেখতে পেত কিনা না নিয়ে সন্দেহ। আমরা আজ জাতির জনক বঙ্গবন্ধুর জন্য একটি লাল পতাকার মানচিত্র সহ স্বাধীন সার্বভৌমত্ব দেশে পেয়েছি। ১৫ই আগস্ট রাতে কতিপয় ঘাতক সেনারা বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় চার নেতাকে হত্যা করে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ছিল।
তিনি আরো আরো বলেন, কমিউনিটি পুলিশ হচ্ছে জনগনের বন্ধু জনগন ও পুলিশকে সাথে নিয়েই সমাজের অপরাধ মুক্ত পরিবেশ তৈরী করতে হবে। পুলিশ ছাড়া কোন দেশ চলতে পারে না। আমাদের দেশের পুলিশ অনেক সাহসিকতার পরিচয় দিয়ে অনেক অপরাধমূলক কাজ ধ্বংস করে দেয়ার পরিচয় দিয়েছে।
আবুল হাসানাত আব্দুল্লাহ আমাদের দেশের পুলিশ বিদেশের শান্তি মিশনে গিয়ে তাদের শান্তি ফিরিয়ে দেয়ার ভূমিকা পালন করছে তেমনি আমাদের সমাজের শান্তি ফিরিয়ে আনতে জোরালো ভূমিকা পালন করার আহবান জানান।
শনিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও (বিএমপি) পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে সমাবেশে বিশেষ অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন আমরা বেশীর ভাগ কাজ সভা ও আলোচনার মধ্যে সিমাত্তার ভিতরে থাকি। আমরা সঠিকভাবে পুলিশ ও জনতা দায়ীত্ব পালন করি তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে পৌছাতে সময় লাগবে না।
এসময় আরো বিশেষ অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের তরুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন বরিশাল নগর সহ সমাজের শান্তি ও আইন শৃঙ্খলা পরিবেশ ভাল রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্মক তার পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য রাখেন বরিশাল র্যাব (৮) এর সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,বিএমপি মডেল কোতয়ালী থানা ইনচার্জ বিপিএম (বার) নুরুল ইসলাম সহ কমিউনিটি পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসান শাহরিয়ার বাবু, আঃ রাজ্জাক হাওলাদার ও মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম।
এছাড়া সমাবেশ শেষে প্রধান অতিথি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ (বিএমপি) আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর পূর্বে সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও স্পেশাল ব্রাঞ্চে অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম সহ বিএমপি কমিশনার এবং বিএমপি পুলিশ কর্মকর্তাবৃন্দ। পরে নগরীতে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পুলিশ বাহিনী পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বিএমপি উর্ধ্বতন কর্মকর্তাগন। অপরদিকে জেলা পুলিশের পক্ষ র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।