বরগুনায় পাসপোর্টের দালালকে ৩ মাসের কারাদণ্ড

ইফতেখার শাহীন ও সাগর আকন: বরগুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল ১১ টায় টাউন হল নজরুল ইসলাম সড়ক থেকে পাসপোর্টের দালাল এনামুল হক মিলন ও শিরিনকে আটক করে পটুয়াখালীর র‌্যাব-৮ এর সদস্যরা ।

এ সময় মিলনের বাসা তল্লাশি চালিয়ে ৩১ টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মিলনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। আটককৃত শিরিনের কাছে কোন কিছু না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্টের এ দু’জন দালালকে আটক করা হয় । মাঠ পর্যায়ে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত আছে, বরগুনাকে আমরা অপরাধ মুক্ত করবো।

Print Friendly, PDF & Email

Related Posts