প্রবীণ সাংবাদিক মাহফুজ সিদ্দিকী আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ডেসটিনির সাবেক সিনিয়র সহকারি সম্পাদক মাহফুজ সিদ্দিকী আর নেই। তিনি সোমবার বেলা দুইটায় রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাহফুজ সিদ্দিকী সাপ্তাহিক পূর্বদেশের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক খবরপত্র ও সাপ্তাহিক চিত্রালীসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নদী আমার কীর্তনখোলা, প্রেম তুই সর্বনাশী, চাবিটা দাও, পতিতা প্রিয়তমা, অনিদ্র ভ্রমরসহ অসংখ্য গ্রন্থের রচয়িতা।

সোমবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তাকে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে মাহফুজ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক এবং দু:খ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print Friendly

Related Posts