গ্রাম থিয়েটার ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসবের অনুষ্ঠানসূচী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই শ্লোগানে ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর ৩দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ গ্রাম থিয়েটার ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব ২০১৯।

উৎসবের আয়োজক যৌথভাবে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। সম্মেলন ও উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

জানিয়েছেন সম্মেলন ও উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ এবং সদস্য সচিব তৌফিক হাসান ময়না।

সম্মেলন ও উৎসব ছাড়াও নাট্যাচার্য সেলিম আল দীন, মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম এবং ফওজিয়া ইয়াসমিন শিবলী- এই তিনজনের স্মরণে তিনটি পদক প্রদান করা হবে।

 

৩ দিনের অনুষ্ঠান সূচী

 

উদ্বোধনী অধিবেশন ১ নভেম্বর সকাল ১০:৩০-১২:৩০।

 

উদ্বোধনী পর্ব-০১

সকাল ১০.৩০ মিনিট, জাতীয় নাট্যশালা লবি

উদ্বোধক: কে এম খালিদ এমপি

প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

 

উদ্বোধনী পর্ব-০২

সকাল ১১.০০ মিনিট, জাতীয় নাট্যশালা

প্রধান অতিথি: কে এম খালিদ, এমপি

প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

স্বাগত ভাষণ:

তৌফিক হাসান ময়না (সাধারণ সম্পাদক) – বাংলাদেশ গ্রাম থিয়েটার

বিশেষ অতিথি: গোলাম কুদ্দুছ (সভাপতি) – সম্মিলিত সাংস্কৃতিক জোট, মান্নান হীরা (সভাপতি) – পথনাটক পরিষদ, হাসান আরিফ (উপদেষ্টা) – বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, কামাল বায়েজীদ (সাধারণ সম্পাদক) – বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বিশেষ বক্তা: আফসার আহমদ (সভাপতি মন্ডলীর সদস্য) – বাংলাদেশ গ্রাম থিয়েটার, কাজী সাঈদ হোসেন দুলাল (সভাপতি মন্ডলীর সদস্য) – বাংলাদেশ গ্রাম থিয়েটার, সভাপতি- নাসির উদ্দীন ইউসুফ (বাংলাদেশ গ্রাম থিয়েটার)।

 

পদক প্রদান- সেলিম আল দীন পদক ২০১৯ প্রদান, মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ২০১৯ প্রদান ও ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৯ প্রদান।

নৃত্য ও সঙ্গীত: বাংলাদেশ নেভী কলেজ, ঢাকা

 

কাউন্সিল অধিবেশন-০১

২.৩০-৬.০০ মিনিট, সেমিনার কক্ষ

 

সেলিম আল দীন উৎসব-২০১৯

সন্ধ্যা: ৬.৩০মিঃ

পালা: বহুরূপে আসবো ফিরে

রচনা: গাজিবর রহমান

নির্দেশনা: সাজেদুল করিম

পরিবেশনা: পদ্মা-বড়াল থিয়েটার, চারঘাট, রাজশাহী

মূল হল, জাতীয় নাট্যশালা

 

সন্ধ্যা: ৭.৩০মিঃ

নাটক: নিমজ্জন

রচনা: সেলিম আল দীন

নির্দেশনা: খন্দকার রাকিবুল হক

পরিবেশনা: বাংলা থিয়েটার, ফরিদপুর

মূল হল, জাতীয় নাট্যশালা

 

 

২ নভেম্বর ২০১৯

 

কাউন্সিল অধিবেশন-০২

সকাল ১০.০০ মিনিট, সেমিনার কক্ষ

সেমিনার: বাংলাদেশ গ্রাম থিয়েটার

প্রবন্ধ: মো. কামরুল হাসান খান

সভাপতি: নাসির উদ্দীন ইউসুফ

 

কাউন্সিল অধিবেশন-০৩

দুপুর ২.৩০-৪.০০ মিনিট, জাতীয় নাট্যশালা

সম্মেলন সমাপনী অধিবেশন

সম্মেলন সমাপ্তি ও ঢাকা ঘোষণা

 

সেলিম আল দীন উৎসব-২০১৯

সন্ধ্যা: ৬.৩০মিঃ

নাটক: চাকা

রচনা: সেলিম আল দীন

নির্দেশনা: বিভাস রায়

পরিবেশনা: ইঙ্গিত থিয়েটার, নাটোর

মূল হল, জাতীয় নাট্যশালা

 

সন্ধ্যা: ৭.৩০মিঃ

নাটক: ইতি পত্রমিতা

রচনা: সেলিম আল দীন

নির্দেশনা: দেবাশিষ ঘোষ

পরিবেশনা: শান্তিনগর থিয়েটার, জয়পুরহাট

মূল হল, জাতীয় নাট্যশালা

 

৩ নভেম্বর ২০১৯

 

৩.০০ মিনিট: মহড়া কক্ষ

কর্মশালা: বাংলা নাট্যাভিনয় রীতি ও প্রয়োগ কৌশল

কর্মশালা পরিচালনা: শিমূল ইউসুফ

 

 

সেলিম আল দীন উৎসব-২০১৯

সন্ধ্যা: ৭ টা

নাটক: সিক্রেট অব হিস্ট্রি

রচনা: আনন জামান

নির্দেশনা: শুদ্ধমান চৈতন্য

পরিবেশনা: বুনন থিয়েটার, সাভার

মূল হল, জাতীয় নাট্যশালা

Print Friendly, PDF & Email

Related Posts