জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দিনব্যাপী ফ্রি কিডনী ও ইউরোলজী ক্যাম্প এবং জনসচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এডভান্সড সেন্টার অফ কিডনী এন্ড ইউরোলজী আয়োজিত মানিকগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার হল রুমে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিন ব্যাপি এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে জনসচেতনতা মূলক সেমিনারের বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, এডভান্সড সেন্টার অফ কিডনী এন্ড ইউরোলজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সোহরাব হোসেন সৌরভ ও সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নূরুল আমিন , ডাক্তার মোঃ ফজল নাসের ।