ইউএপির ১১তম জাতীয় বার্ষিক শিক্ষা কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া (ইউএপি) এর যৌথ উদ্যোগে শনিবার ইউএপিতে ১১তম জাতীয় বার্ষিক শিক্ষা কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

বিএসটিকিউএম একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ বছর কনভেনশনের উদ্দেশ্য হলো: “নিয়মিত উন্নতি ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা”।

এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০-র অধিক ছাত্র-ছাত্রী এই কনভেনশনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিইউএপি ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান (বাংলা) ইকবাল বাহার চৌধুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিকিউএম এর সভাপতি এ এম এম খাইরুল বাশার ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই কনভেনশনের আহবায়ক নুরুজ্জামান তালুকদার।
সূত্র: বাচ্চু শেখ, জনসংযোগ কর্মকর্তা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

Print Friendly, PDF & Email

Related Posts