মোঃ রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা চত্বরে এই জেল হত্যা দিবস পালন করা হয়। উপজেলা চত্বর থেকে শোক র্যালি বের হয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার যাত্রাবাড়ি মাঠে গিয়ে এক আলোচনা সবার মধ্যদিয়ে শোক র্যালি শেষ হয়।
প্রায় ৪০০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা এই জেল হত্যা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ধামরাইয়ে জেল হত্যা দিবস পালন করা হয়। এই দিবসে আলোচনা সভা ও শোক র্যালি বের করা হয়। ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব বলেন, জাতীয় ৪ নেতাকে জেল খানায় নৃশংসভাবে হত্যা করা হয়। বি এন পি ও জামাত শিবিরের কালো থাবায় জাতি আজ ৪ নেতাকে হারিয়েছে। এই ৪ নেতার শূন্যতা কখনো পূরণ হবার নয়।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে চার নেতার খুনিদের ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। তবেই জাতি কলংক মুক্ত হবে।
জেল হত্যা দিবস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান,সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, আসাদুজ্জামান, আসিফ খান,রাহুল শিকদার, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।