পবিপ্রবি’র ভূমি ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীরা পাবে এলএলএ ডিগ্রি

ইয়াসির আরাফাত, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদের বিএসসি ডিগ্রি পরিবর্তন করে আইনের ডিগ্রি দেওয়া হবে।

মঙ্গলবার দুপুর ১২ টায় দিকে অনুষদীয় ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের মাধ্যমে এ খবর জানা যায়। তিনি বলেন, ‘অনুষদের নাম পূর্বে যা ছিল তাই রয়েছে। শিক্ষার্থীরা ডিগ্রির নাম যা চেয়েছিল তাই হয়েছে।

ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ডিগ্রির নাম পরিবর্তনে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত দুই মাসের অধিক সময় ধরে আইন ডিগ্রির দাবিতে সকল ক্লাস পরীক্ষা বন্ধ করে রেখেছিল এ অনুষদের শিক্ষার্থীরা।
অনুষদীয় ডিন স্যারের কাছ থেকে এ খবর পাওয়া মাত্রই ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং তারা ক্যাম্পাসে আনন্দ উৎসব করে।
Print Friendly

Related Posts