পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে চার যুবকের জেল

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ের কালামপুরে একটি বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে বহিরাগত চার যুবককে  ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কালামপুরের ভালুম আতাউর খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বহিরাগত চার যুবককে এই কারাদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- শামিম,ফাহিম, রুবেল ও মান্নানসহ চার যুবক। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, কালামপুরের ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় সেন্টারের পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহ করছিলেন ফাহিম, রুবেল ও মান্নানসহ চার বহিরাগত চার যুবক। এসময় বিষয়টি নজরে আসলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা। তাই পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা ভেঙ্গে এ অপরাধ সংঘটনের জন্য আটক চার জনকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
Print Friendly, PDF & Email

Related Posts