ইয়াসির আরাফাত, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি কে কেন্দ্র করে সিএসই অনুষদের শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় দিকে A এবং B ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কৃষি সংক্রান্ত বিষয়ে ডিগ্রী প্রদানকারী সাত(৭) পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর,২০১৯ অনুষ্ঠিত হবে। একারণে পবিপ্রবি’র বাকি দুই ইউনিটে আলাদা ভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। A ইউনিটে সিএসই অনুষদ ও এলএলএ অনুষদ এবং B ইউনিটে বিবিএ অনুষদ। এতে অসন্তোষ প্রকাশ করে সিএসই অনুষদের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে অবস্থান করে এবং পবিপ্রবি’র রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীরা বলেন, আসন্ন ভর্তি পরীক্ষায় একই ইউনিটে সিএসই অনুষদের সাথে এলএলএ অনুষদের সংযােজন অসামঞ্জস্যপূর্ন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ হিসাবে গত ১৬ বছর যাবত অবমূল্যায়ন করা হয়েছে।
স্মারকলিপিতে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করা হয়।
১। ইঞ্জিনিয়ারিং অনুষদের স্বতন্ত্র ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযােগ দিতে হবে।
২। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য নূন্যতম জিপিএ এসএসসি ও এইচএসসির চতুর্থ বিষয় বাদে সর্বোমােট ৮ . ০০ করতে হবে।
৩। ভর্তি পরীক্ষার ফলাফলের সম্পূর্ন বিবরনসহ প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে।
৪। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের যথার্থতা রক্ষার্থে ইঞ্জিনিয়ারিং অনুষদের আওতাধীন রেখে CSE এর সাথে ECE , EEE , ME ডিপার্টমেন্ট যুক্ত করতে হবে।
৫। ক্লাসরুম ও ল্যাবের সংকট দূর করতে হবে।
৬। শিক্ষক সংকট দূর করতে হবে।
৭। একাডেমিক সকল কার্যক্রম অটোমেশন করতে হবে।
৮। সকল দাবি সমূহের লিখিত অনুমােদন আগামী ১ কার্যদিবসের মধ্যে দিতে হবে।
৯। ১ – ৩ নং দাবিসমূহ আগামী ১ কার্যদিবসে মধ্যে এবং বাকী ৪ – ৮ নং দাবিসমূহ আগামি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপিতে আরো বলা হয় দাবি সমূহ মেনে না নিলে শিক্ষার্থীরা যেসকল কর্মসূচি পালন করবে তা হল:
১। ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
২। ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত থাকবে।
৩। বিশ্ববিদ্যালয়ের নামকরন সংশােধন করে “ পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ” নামকরন করতে হবে।