মাহবুবুল এ খালিদের ঈদে মিলাদুন্নবীর গান শুনুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘ঈদে মিলাদুন্নবী’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সুরকার ও সংগীত পরিচালক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন কনা এবং রাজীব। এ গানটি এখন প্রকাশ করা হয়েছে।

গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু প্রান্তরে শুভাগমন করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন তিনি। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন তিনি। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। প্রিয় নবীর শানে ‘ঈদে মিলাদুন্নবী’ গানটি প্রকাশ করা হয়েছে।

শ্রোতাদের জন্য ‘ঈদে মিলাদুন্নবী’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন কোড পাওয়া যাবে খালিদ সংগীত ওয়েবসাইটে।

Print Friendly, PDF & Email

Related Posts