বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মুখ না খুললেও কথা বললেন কবিতায়! অযোধ্যা মামলার রায় ঘোষণার পর কি কবিতার মধ্যে দিয়েই নিজের মত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শনিবার রায় ঘোষণার পর তৃণমূল শিবিরের কাউকেই প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। মমতার নির্দেশেই নাকি অযোধ্যা নিয়ে মুখে কুলুপ তৃণমূল নেতৃত্বের।
কিন্তু শেষ পর্যন্ত চুপ থাকতে পারলেন না মমতা। লিখে ফেললেন আস্ত একটা কবিতা। যদিও সেই কবিতায় সরাসরি অযোধ্যা প্রসঙ্গ নেই। কবিতাটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই ভাইরাল হয় ‘না-বলা’ নামের কবিতাটি। অযোধ্যার উল্লেখ না থাকেও কবিতাটি যে অযোধ্যা মামলার রায়ের প্রতিক্রিয়া– সে কথা বুঝতে অসুবিধে হয় না সচেতন পাঠকের।
শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণার পর আলোড়ন পড়ে যায় সারা ভারতে। সুপ্রিম কোর্ট রায় দেয় বিতর্কিত জমিটি পাবে হিন্দুরা এবং মুসলিমদের মসজিদ তৈরির জন্য জমি দেওয়া হবে অন্যত্র। বিষয়টি স্পর্শকাতর বলেই সরাসরি প্রতিক্রিয়া দেননি মমতা– এমনই মত অনেকের। মমতার কবিতায় উঠে এসেছে এমন লাইন– “অনেক সময় কথা না বললেও অনেক কথা বলা হয়ে যায়। কিছু বলার থেকে না বলাটা আরও শক্তিশালী বলা।”
কলকাতা ২৪