শায়েস্তাগঞ্জে কলমীলতা ও হোটেল শেরাটনের জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: জেলার শিল্প এলাকাখ্যাত শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে কলমীলতা বেকারীকে ২৫ হাজার ও হোটেল শেরাটনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। এ সময় ভোক্তা অধিকার আইনে উভয় ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদন্ড করা হয়।

ইউএনও সুমী আক্তার বলেন, সকল ক্ষেত্রেই আইন মেনে চলতে হবে। যত্নশীল হতে হবে খাবার তৈরীতে। হোটেল ও বেকারীতে তৈরী খাবার শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত খেয়ে থাকেন।

এখানে নোংরা পরিবেশে ও ভেজাল জিনিস ব্যবহার করে খাবার তৈরী করতে দেখে এসব জমিমানা করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় নোংরা পরিবেশে খাবার তৈরী দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে।

এম.এম চৌধুরী কাওসার/বিডিমেট্রোনিউজ

Print Friendly, PDF & Email

Related Posts