রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে ছোট কালামপুর আশ্রায়ন প্রকল্পে বসবাসরত হতদরিদ্র পরিবারের সাথে মত বিনিময় করেছেন ঢাকা জেলা প্রশাসক।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ছোট কালামপুর আশ্রায়ন প্রকল্প মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা আশ্রয়ন প্রকল্পে বাস করেন, তারা সরকারি সুযোগ সুবিধা ঠিক মত পান কি না তা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখবেন।আপনাদের সন্তানরা ঠিক সময়ে বাসায় আসে কিনা সেদিকে খেয়াল রাখবেন। নিজের সন্তানরা যেন মাদক, সন্ত্রাস ও খারাপ কাজের সাথে জড়িত হতে না পারেন সে দিকে খেয়াল রাখবেন।
আশ্রায়ন প্রকল্পে যে সকল পরিবার বসবাস করেন তারা ঠিকমত বয়স্কভাতা,বিধবা ভাতা, এবং অন্যান্য নাগরিক সুবিধা ঠিক মত পান কি না সে দিকেও খোঁজ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সহকারী কমিশনার( ভূমি) অন্তরা হালদার, কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম।