বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে জেল আপিল করেছেন মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামি।
হাইকোর্টের আপিল সেকশন থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেলে তারা জেল আপিল ফাইল করেন। ১৬ আসামি এখন কুমিল্লা এবং চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে রয়েছেন।
আপিলের প্রেক্ষিতে এখন হাইকোর্ট সেকশনে পেপারবুক তৈরি হবে। একই সঙ্গে প্রসিকিউশনের ডেথ রেফারেন্স এবং আপিলকারীদের জেল আপিলের শুনানি হবে। জেল আপিলে তারা হাইকোর্টের কাছে বেকসুর খালাস চেয়েছেন বলে জানা গেছে।
নুসরাত হত্যা মামলায় গত ২৪ অক্টোবর ১৬ আসামির মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ডের রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।