বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার ১১১তম ম্যাচে মাঠে নামছে আজ। বাংলাদেশ সময় রাত ১১টায় সউদী আরবের কিং স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
মোট জয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনার আধিপত্যই বেশি। কোপাতে এই দুই দল মুখোমুখি হয়েছে সর্বমোট ৩৩ বার। আর্জেন্টিনার ১৬ জয়ের বিপরীতে ব্রাজিলের জয়ের সংখ্যা ১১।
বাকি ৬ ম্যাচ ড্র হয়েছে। দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ এই আসরে সর্বশেষ ম্যাচে জয় ব্রাজিলের। ২০১৯ সালের ২ জুলাইয়ে অনুষ্ঠিত সে ম্যাচে ব্রাজিল জয় পায় ২-০ গোলের ব্যবধানে।
অন্য দিকে শিরোপার পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, বিপরীতে আর্জেন্টিনার ঝুলিতে বিশ্বকাপ রয়েছে দুইটি। আর কোপা আমেরিকায় ব্রাজিলের ৯ শিরোপার বিপরীতে আর্জেন্টিনার শিরোপা সংখ্যা প্রায় দ্বিগুণ, ১৪টি। কনফেডারেশন কাপের দিকে এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনার এক শিরোপার বিপরীতে ব্রাজিলের শিরোপা ৪টি।
এতো গেল পরিসংখ্যানের পাতা। এবারের দ্বৈরথে বিশ্বকে পোড়াবে দুই বিশ্বসেরা ফুটবলারকে মুখোমুখি দেখার আক্ষেপ। তিন মাস পর নিষেদ্ধাজ্ঞা কাটিয়ে রিওনেল মেসি আর্জেন্টিনা দলে ফিরে আসলেও ইনজুরি আক্রান্ত হয়ে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিল শিবিরে এছাড়া কোন দু:সংবাদ না থাকলেও আর্জেন্টিনা শিবির পাচ্ছে না ডিফেন্ডার মার্কোস রোহোকে। আরও হারিয়েছে মিডফিল্ডার রোবার্তো পেরেইরাকেও।
অবশ্য এই লড়াইয়ের যোদ্ধা কারা, তা নিয়ে মাথাব্যাথা নেই কোন দলেই। ব্রাজিল নেইমারকে ছাড়াই নিজেদের শতভাগ দিতে প্রস্তুত। একই মনোভাব দক্ষিণ আমেরিকায় তাদের প্রতিবেশি দেশটিরও। মাঠের লড়াইয়ে ব্রাজিলের লক্ষ্য হেড টু হেডে নিজেদের আরও এগিয়ে নেয়া। আর্জেন্টিনা চায় ব্যবধান কমাতে।