বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নতুন এই আসরের লোগো উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একইদিন প্রকাশ করা হয় টুর্নামেন্টে অংশ নেওয়া সাত দলের নতুন নামও।
এরা হলো-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
রোববার হবে প্লেয়ার ড্রাফট। সেখানে এই দলগুলো তাদের পছন্দমতো খেলোয়াড় দিয়ে দল গঠন করবে। ড্রাফটে ১৮১ বাংলাদেশি ক্রিকেটার এবং ৪৩৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছে।
দেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদকে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। তাদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। এছাড়া ‘বি’ থেকে ‘ই’ পর্যন্ত এই চার ক্যাটাগরিতেও ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি।